¡Sorpréndeme!

ফোক ফেস্টের শেষদিনে মঞ্চ মাতালেন যারা | Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। গত ১৪ নভেম্বর সুর-ছন্দ-তালে পঞ্চমবারের মতো ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন হয়। তিন দিনব্যাপী এই গানের উৎসবে বাংলাদেশ ছাড়াও ৬টি দেশের ২০০ শিল্পী পরিবেশনায় অংশ নিয়েছেন।
ফোক ফেস্টের শেষদিনে বাংলাদেশের জনপ্রিয় ক’জন শিল্পীর পাশাপাশি সুরের মূর্ছনা ছড়ান পাকিস্তান ও রাশিয়ার শিল্পীরা।

#Folk Fest
#Dhaka
#Festival